টেকনাফে ইয়াবা পাচারকালে গুলিতে ২ রোহিঙ্গা নিহত

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

কক্সবজার প্রতিনিধি
পাশ্বর্বতীর্ দেশ মিয়ানমার থেকে সঁাতরে নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অনুপ্রবেশকালে বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। তারা হলেনÑ হ্নীলা বিওপির দায়িত্বরত ল্যান্স নায়েক মিজান ও সিপাহী বিপ্লব। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কনের্ল আছাদুজ-জামান চৌধুরী জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিশ্চিত হওয়া গেছে তারা দু’জনই রোহিঙ্গা। তিনি বলেন, ভোরে টেকনাফের হ্নীলার সীমান্ত দিয়ে নাফ নদী সঁাতার কেটে মিয়ানমার থেকে অবৈধভাবে ইয়াবার চালান নিয়ে দুই পাচারকারী দেশে প্রবেশ করে। এ সময় হ্নীলা বিজিবির একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বেড়িবঁাধ দিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা তখন পাচারকারীদের ধাওয়া করলে হঠাৎ তাদের লক্ষ্য করে তারা গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় বিজিবিও আত্মরক্ষাথের্ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুই ইয়াবা পাচারকারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসা ও ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। ঘটনাস্থলে যেহেতু ইয়াবা পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে দু’জনই মাদক ব্যবসায়ী। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, দু’জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।