সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-বগুড়া ৪০০ কেভি বিদু্যৎ সঞ্চালন লাইন চালু ম যাযাদি ডেস্ক পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নবনির্মিত রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ)-বগুড়া ৪০০ কেভি বিদু্যৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিজিসিবি। প্রায় ১০৫ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের এই সঞ্চালন লাইন গত ৩০ ডিসেম্বর ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে চালু করা হয়। চালুর পর থেকে লাইনটি বিদু্যতায়িত রয়েছে। রাজশাহী ও রংপুরসহ রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিদু্যতের চাহিদা মেটাতে এই লাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় গ্রিডে ৪০০ কেভি ক্ষমতার এই নতুন সঞ্চালন লাইন যুক্ত হওয়ায় গ্রিডের নির্ভরযোগ্যতা আরও বাড়বে বলে জানা গেছে। কমলাপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ কারবারি গ্রেপ্তার ম যাযাদি ডেস্ক রাজধানীর কমলাপুর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল। গ্রেপ্তাররা হলেন- মো. ওসমান গনি, মো. মিন্টু বিশ্বাস, মবিনউলস্নাহ, মো. আমিনুউলস্নাহ ও মো. সজীব। মঙ্গলবার ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ট্রাভেল ব্যাগ তলস্নাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় জীবন বীমার কর্মচারী নিহত ম যাযাদি ডেস্ক রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জীবন বীমা করপোরেশনে চাকরি করতেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ছেলে মো. আশিকুর আলম জানান, তার বাবা মতিঝিল জীবন বীমা করপোরেশনের অফিসে কর্মরত ছিলেন। তিনি খিলগাঁও বটতলা এলাকায় ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিকরা গ্রামে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।