রংপুর সিটি নির্বাচন

২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফের ভোট ১৫ জানুয়ারি

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ফের ভোট গ্রহণ করা হবে ১৫ জানুয়ারি। পুনঃভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ৪ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারি করে। ওই ওয়ার্ডে মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) সমান সংখ্যক ভোট পান। রসিক রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন পুনঃভোট গ্রহণের নির্দেশ দেন। নির্বাচন অফিস সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচন গত বছর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মন্ডল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) মার্কায় ভোটযুদ্ধে অংশ নেন। ঠেলাগাড়ি ও ঘুড়ি মার্কায় ৩ হাজার ১৯৭ ভোট পায়। রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন পুনঃভোট গ্রহণের নির্দেশ দেন। পুনঃভোটে লাঠিম মার্কার এমএ রাজ্জাক মন্ডলকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেয় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনোত্তর লাঠিম মার্কার পরাজিত প্রার্থী পুনঃভোটে অংশ নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনোত্তর ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমানের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। আরেক প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু। অন্যদিকে ফুলুর বিরুদ্ধে আরেক সাবেক কাউন্সিলর এম এ রাজ্জাক মন্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ তুলেছেন তার কর্মীসমর্থকরা। এমন পরিস্থিতিতে ওই ওয়ার্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। প্রসঙ্গত, রসিক এবারের নির্বাচনে মেয়র পদে ৯ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬০ প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। এর মধ্যে মামলাজনিত কারণে ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী থাকে একজন। ফলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে মোট ভোট পড়ে ৬৫ দশমিক ৮৮ শতাংশ।