জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত মুহিত

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থায়ী মিশন জানায়, জাতিসংঘে নিযুক্ত কেনিয়ার স্থায়ী প্রতিনিধি এসব বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য তিনজন সহ-সভাপতি হলেন- কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের স্থায়ী প্রতিনিধি। স্থায়ী মিশন বলছে, বাংলাদেশের রাষ্ট্রদূত জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্যরা ও নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন এবং এই সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন। রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছর ইউএন-উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।