গুলশান-বনানীর তিন রেস্টুরেন্টকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
অস্বাস্থ্যকর পরিবেশ ও রেস্টুরেন্ট কমীের্দর স্বাস্থ্যবিষয়ক সনদ না থাকায় রাজধানীর অভিজাত এলাকাখ্যাত গুলশানের দুই বিদেশি মালিকানাধীন রেস্টুরেন্টকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া একই অভিযোগে বনানীর বন ফুড কনাের্রর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে গুলশান-২ নম্বর সাকের্ল এবং বনানী এলাকায় অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার উপস্থিতিতে অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার, স্বাস্থ্য কমর্কতার্ ডা. মো. ইমদাদুল হক এবং ডিএনসিসির অন্য কমর্কতার্রা ছিলেন। গুলশান-২ এর ১২৩ নম্বর রোডে অবস্থিত কোরিয়ান নাগরিক সান ইয়ল লিমিটেডের মালিকানাধীন কোরিয়ানা রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় রেস্টুরেন্টে রাখা হঁাসের ডিমে বিষ্ঠা ও একই ফ্রিজে মাছ-মাংসসহ অন্যান্য খাদ্যপণ্য রাখায় গুণগত মান পরিবতর্ন হয়েছে বলে প্রতিয়মান হয়। তাছাড়া রেস্টুরেন্টের কমীের্দর কারও স্বাস্থ্যবিষয়ক সনদ নেই। গরুর মাংস ও অন্যান্য পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার আইনে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের কারাদÐের কথা উল্লেখ করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এ সয়ম ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, শুধু অস্বাস্থ্যকর পরিবেশই না, গুলশানে যে জায়গাটিতে রেস্টুরেন্ট করা হয়েছে এটা আসলে আবাসিক এলাকা। ২০১৪ সালের পর আবাসিক এলাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারবে না বলে জানিয়ে দেয়া হয়েছিল। এই রেস্টুরেন্ট বন্ধ করা উচিত বলে উল্লেখ করেন তিনি। তবে রেস্টুরেন্ট কতৃর্পক্ষ উচ্চ আদালতে একটি রিট করায় রেস্টুরেন্টটি বন্ধ করতে আইনি বাধা রয়েছে বলে জানিয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেন, আমরা আরো বিস্তারিত জেনে পরবতীর্ পদক্ষেপ নেব। এরপর গুলশান-২ সাকেের্লর ১০১ নম্বর রোডে অবস্থিত জাপানি এক নাগরিকের মালিকানাধীন পিএইচও নামক একটি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবার পণ্যে মেয়াদ উত্তীণের্র তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বনানী ১১ নম্বর রোডের বন ফুড কনার্র নামে আরও একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।