রমেক হাসপাতালের পরিচালক এক ঘণ্টা অবরুদ্ধ

পুলিশের সহায়তায় কর্মস্থল ত্যাগ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

রংপুর প্রতিনিধি
পদায়ন পাওয়া ডা. শরীফুল হাছান রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক পদটির দায়িত্ব মঙ্গলবার পর্যন্ত কাউকে বুঝিয়ে না দেওয়ায় তাকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। এর আগে ২৩ জানুয়ারি ডা. শরীফুল হাছানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদোন্নতি দিয়ে সেখান থেকে বদলি করা হয়। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজার রহমান জানান, পুলিশ নিয়ন্ত্রণে রমেক হাসপাতাল পরিচালককে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। পরিচালক বর্তমানে শিশু হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে থাকেন।