বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢামেকে ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আটক

যাযাদি রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় ছিনতাই করার সময় বিপস্নব (৪০) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা এক বৃদ্ধার কানের দুল ও টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ছিনতাইয়ের শিকার ৭০ বছরের বৃদ্ধা জায়েদা বেগম জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে এলে সে আমার কাছ থেকে বিভিন্ন কথা বলে আমার কানের দুল ও ২২০০ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশ ক্যাম্পে দিয়ে দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, একটি চক্র ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা অসহায় এসব মানুষদের টার্গেট করে বিভিন্ন কৌশলে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ হাতিয়ে নেয়। এমন একটি ঘটনায় আজকে (বুধবার) বিপস্নব নামে এক ছিনতাইকারীকে আটক করে লোকজন আমাদের কাছে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে