আ’লীগের বিজয় উৎসব কাল, যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর সোহরাওয়াদীর্ উদ্যানে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’। ওই দিন ঢাকার সড়ক ব্যবস্থাপনা কেমন হবে, তা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। কীভাবে অনুষ্ঠানস্থলে আসতে হবে, কোথায় যানবাহন পাকির্ং করা যাবে, নগরের কোন কোন সড়ক ব্যবহার করা যাবে বা যাবে না, সেসব বিষয়ে কিছু নিদের্শনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় ওই সমাবেশ শুরু হবে। অনুষ্ঠানে ঢাকা শহরসহ আশপাশের এলাকা থেকে সোহরাওয়াদীর্ উদ্যানে বাস, ট্রেন ও লঞ্চযোগে ওই দিন ভোর থেকেই ব্যাপক গণজমায়েত হবে। ওই দিন সবাইকে অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ যাতায়াত না করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সাইয়েন্সল্যাব-নিউমাকের্ট হয়ে নীলক্ষেতে নেমে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে ঢুকবেন এবং তাদের বহনকারী বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পযর্ন্ত রাস্তার উভয় পাশ্বের্ এক লাইনে পাকির্ং করবেন। উত্তরা থেকে এয়ারপোটর্ রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চাচর্-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমণি ক্রসিং-নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড়/জিরো পয়েন্ট হয়ে আগত ব্যক্তিরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন ফটক দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বহনকারী বাসগুলো মতিঝিল এলাকায় পাকির্ং করবেন। উত্তরা/এয়ারপোটর্ থেকে আসা গাড়িগুলোর পাকির্ং স্থান মতিঝিল/গুলিস্থানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পাকির্ং করা হতে পারে। পূবার্ঞ্চল থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আসা ব্যক্তিরা গুলিস্থানে নেমে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবেন। এ পথ দিয়ে আসা বাসগুলো মতিঝিল বা গুলিস্থান এলাকায় পাকির্ং করা যাবে। যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখঁারপুল হয়ে আসবেন, তারা চানখঁারপুল নেমে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকবেন এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পাকির্ং করবেন। বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিবগর্ গোলাপশাহ মাজারে নেমে হেঁটে হাইকোটর্-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকবেন এবং তাদের বহনকারী বাসগুলো গুলিস্থান এলাকায় পাকির্ং করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থেকে মৎস্য ভবন পযর্ন্ত সড়ক সবর্সাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে। সোহরাওয়াদীর্ উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিরা যাতায়াত করবেন। তাই ওই দিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পযর্ন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন, যেমন: বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কঁাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখঁারপুল, গোলাপ শাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চাচর্, অফিসাসর্ ক্লাব, মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেয়ার প্রয়োজন পড়তে পারে। অনুষ্ঠানস্থলে আসা ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদাথর্ বা ধারালো কোনো বস্তু বহন না করার নিদের্শ দিয়েছে ডিএমপি। এ ছাড়া কতর্ব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।