টেকনাফে রোহিঙ্গাদের পালিয়ে আসার পথ দেখলেন জামার্ন রাষ্ট্রদূত

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বৃহস্পতিবার কক্সবাজার টেকনাফের চৌধুরীরপাড়ায় নাফনদের বুকে গড়ে উঠা টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট ঘুরে দেখেন জামার্ন রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ Ñযাযাদি
যে পথ দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসেন রোহিঙ্গারা, সে পথ দেখলেন বাংলাদেশে নিযুক্ত জামার্ন রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ। বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের টেকনাফ চৌধুরীরপাড়ায় নাফনদের বুকে গড়ে উঠা টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট ঘুরে দেখেন জামার্ন রাষ্ট্রদূত। পাশাপাশি নাফনদী হয়ে রোহিঙ্গাদের পালিয়ে আসার পথ দেখে নিজের মোবাইলে ছবি তুলেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জামার্ন রাষ্ট্রদূত জানতে চান, ‘এই নাফনদী পেরিয়ে কি রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে?’ এ প্রশ্নের উত্তরে স্থানীয় জনপ্রতিনিধিরা সম্মতিসূচক মাথা নাড়েন। এর আগে একইদিন বেলা ১১টার দিকে লেদা রোহিঙ্গা শিবির ঘুরে টেকনাফ পৌরসভায় হোস্ট কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন জামার্ন রাষ্ট্রদূত। সভায় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, ‘শুরুতে রোহিঙ্গাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয় লোকজন। কিন্তু বতর্মানে রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানাভাবে সমস্যায় পড়ছে। তারা কাজও পাচ্ছে না। কারণ স্থানীয় শ্রমবাজার এখন রোহিঙ্গাদের দখলে।’ তিনি আরও বলেন, ‘মানব পাচার, মাদক ব্যবসাসহ আরও নানা অপরাধে রোহিঙ্গারা জড়ানোয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। এ ছাড়া, রোহিঙ্গাদের দেখভালে নিয়োজিত বিভিন্ন এনজিও’র অতিরিক্ত যানবাহন চলাচলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে জামার্ন রাষ্ট্রদূত পিটার ফারেন হোল্টজ বলেন, ‘জামার্ন সরকার বাংলাদেশের পাশে রয়েছে, রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি স্থানীয়দের সহায়তার কথাও ভাবছে। কীভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সহায়তা করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।’ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনÑ টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, এনজিও ‘আনন্দে’র নিবার্হী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, এরিয়া ম্যানেজার মোহাম্মদ হাসান চৌধুরী, রেসপন্স কো-অডিের্নটর বজলুর রশিদ, পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমদ, কাউন্সিলর মনিরুজ্জামান, আবু হারেছ, হোছন আহমদ, মহিলা কাউন্সিলর নাজমা আলম, কহিনূর আক্তার, দিলরুবা খানম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপ-সহকারী মুশের্দুল ইসলাম প্রমুখ।