কোস্টগাডর্ মহাপরিচালকের লাইফ জ্যাকেট বিতরণ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ কোস্টগাডের্র মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কোস্টগাডর্ স্টেশান চাঁদপুরে গরিব, দুস্থ ও অসহায় প্রান্তিক জেলেদের মধ্যে বৃহস্পতিবার শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগাডর্ পরিবার কল্যাণ সংঘের সম্মানিত প্রেসিডেন্ট ডা. আফরোজা গনি। এ সময় প্রধান অতিথি বলেন, নদী ও জেলেদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নদ-নদী এবং সমুদ্রে কমর্রত জেলে সম্প্রদায়কে একটি নিরাপদ কমর্স্থল উপহার দিয়েছে বাংলাদেশ কোস্ট গাডর্। এর পদক্ষেপ স্বরূপ ২০১৮ সালে বাংলাদেশ কোস্ট গাডর্ ১৭৪ জন ডাকাতকে আটক করেছে। ২০১৮ সালে সমুদ্রে বিপন্ন ৫৯৭ জন জেলেকে উদ্ধারের মাধ্যমে বাংলাদেশ কোস্টগাডর্ বাহিনী মানবিক সহায়তার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ কোস্টগাডর্ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাযর্ক্রম চালিয়ে যাবে। বিজ্ঞপ্তি