প্রতিষ্ঠিত লেখকের বইয়েই ক্রেতাদের ঝোঁক

একুশে বইমেলার ষষ্ঠ দিন

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

তাহমিদ জায়িফ, ঢাবি
সোমবার একুশে বইমেলা প্রাঙ্গণে পছন্দের বই দেখছেন দর্শনার্থীরা। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা -যাযাদি
তখনও সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েনি, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী উদ্যান বইমেলা প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে মৃদু শীতের অনুভূতি জানিয়ে দেয় মাঘ শেষ হতে এখনো কয়েকদিন বাকি। গত কয়েকদিনের তুলনায় সোমবার মেলায় পাঠকের ভিড় যথেষ্ট কম ছিল। মেলা প্রাঙ্গণ যথেষ্ট ফাঁকা ফাঁকা লেগেছিল। যারা এসেছিলেন বেশিরভাগই ঝোঁক ছিল ঘুরে বেড়ানোতে। বইপ্রেমীরা মেলা প্রাঙ্গণে ঘুরছিলেন, আড্ডা দিচ্ছিলেন, ছবি তুলছিলেন। তবে কেউ কেউ বইও কিনছিলেন। নতুন-পুরনো বইয়ের সঙ্গে লেখক-পাঠকদের সম্মিলন ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে। মেলা প্রাঙ্গণে অন্যপ্রকাশের স্টলের সামনে কথা হয় ডা. নাহিদ হাসান ও ডা. জামরিন নাহারের সঙ্গে। দু'জনেই হুমায়ূন আহমেদের বই কিনছিলেন। হুমায়ূন আহমেদের বই-ই কেন জিজ্ঞেস করলে নাহিদ বলেন, আসলে কর্মব্যস্ততার কারণে বই পড়ার সুযোগ কম হয়। সেক্ষেত্রে নতুন লেখকদের লেখার সঙ্গে অভ্যস্ত হওয়ার সময়-সুযোগ কম। নতুন লেখকরা যে খারাপ লিখছে তা বলব না, তবে পুরনো লেখকদের বই কিনতে আত্মতৃপ্তি-ভরসার জায়গাটা বেশি। মেলায় প্রথমা প্রকাশনে গিয়ে কথা হয় বিপণনকর্মী শাকিলের সঙ্গে। তিনি বলেন, 'ইতিহাস, আত্মজীবনী ও রাজনীতি সম্পর্কিত বইগুলো ক্রেতারা বেশি কিনছেন। এছাড়া উপন্যাস ও ভালো বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের লেখক হিসেবে আকবর আলি খান, মহিউদ্দিন আহমেদ, আনিসুল হক, আসিফ নজরুল স্যারের বইগুলোই ঘুরেফিরে ক্রেতারা বেশি চাইছেন।' অনন্যা প্রকাশনীর আসিফ মাহমুদের কথায়ও সে আভাস পাওয়া গেল। তিনি বলেন, 'হুমায়ূন আহমেদ, রকিব হাসান, ইমদাদুল হক মিলন, জাফর ইকবাল, আনিসুল হকের বইয়ের ক্রেতা বেশি। তবে নতুন বই কিংবা নতুন লেখকের বই যে একবারে বিক্রি হচ্ছে না সেরকম না। তুলনা করলে কম হচ্ছে আর কি।' তবে ইউপিএলের সিনিয়র এক্সিকিউটিভ মোসাদ্দিকের কথায় কিছুটা ভিন্ন সুর ছিল। তার মতে, 'নতুন-পুরাতন বই নয়, ক্রেতারা আসলে খোঁজেন বিষয়ভিত্তিক বই। যার যে বিষয়ে জানার ইচ্ছে পাঠকরা সে বিষয়ের বই-ই নিচ্ছেন। সে ক্ষেত্রে লেখক পরিচয় কিছুটা গৌণ হয়ে যায়। এদিকে বাংলা একাডেমি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, সোমবার মেলায় নতুন বই এসেছিল ১২১টি। মেলার ষষ্ঠ দিন পর্যন্ত এদিনেই সর্বাধিক নতুন বই প্রকাশিত হলো। বিকাল বইমেলার মূলমঞ্চে কাজী রোজী এবং দিলারা হাশেম স্মরণে এক আলোচনা অনুষ্ঠান হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ ও তপন রায়। আলোচনায় অংশগ্রহণ করেন আসলাম সানী, শাহেদ কায়েস, আনিসুর রহমান এবং শাহনাজ মুন্নী। সভাপতিত্ব করেন অসীম সাহা। এ সময় প্রাবন্ধিকদ্বয় বলেন, কবি, গীতিকার, নাট্যকার, গল্পকার কাজী রোজী আমাদের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের এক প্রগতিশীল সাহসী নারী, সদা প্রাণোচ্ছ্বল এক লড়াকু জীবনযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সম্মুখসারির কর্মী ছিলেন তিনি। অপরদিকে, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিকদের মধ্যে দিলারা হাশেম একটি বিশিষ্ট নাম। ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, অনুবাদক, সংবাদ পরিবেশক, সংগীতশিল্পী ইত্যাদি নানা অভিধায় তাকে অভিহিত করা যায়। আলোচকরা আরও বলেন, কবি কাজী রোজী বাংলা সাহিত্যজগতে যেমন তার প্রতিভার নজির রেখেছেন, তেমনি বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু সাহিত্যই নয়, কাজী রোজী আমাদের সামনে সাহসী জীবনের আদর্শও রেখে গেছেন। অন্যদিকে, স্বাধীনতা-পূর্ববর্তী ও পরবর্তী বাংলা সাহিত্য জগতে অক্ষয় এক নাম দিলারা হাশেম। তার সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো- নারীর দৃষ্টি দিয়ে তিনি ব্যক্তি ও সমাজকে দেখেছেন। নারীর সামাজিক অবস্থান ও পরিবেশ, লড়াই-সংগ্রাম-লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা প্রভৃতি তার লেখায় মূর্ত হয়ে উঠেছে। সভাপতির বক্তব্যে অসীম সাহা বলেন, জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কাজী রোজী যে নিরন্তর সংগ্রাম চালিয়েছেন, তাতে তিনি সফল হয়েছেন। জীবনের অন্তর্গত রহস্য ও নিম্ন শ্রেণির মানুষের সংগ্রাম দিলারা হাশেমের সাহিত্যকর্মে উঠে এসেছে। আমাদের উচিত যথাসময়ে তাদের মতো গুণী মানুষের কাজের স্বীকৃতি ও সম্মান প্রদর্শন। এদিকে 'আজ লেখক বলছি' অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মোজাম্মেল হক নিয়োগী, রহীম শাহ, সত্যজিৎ রায় মজুমদার এবং তুষার কবির। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাহবুব সাদিক, ফারুক মাহমুদ এবং আতাহার খান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম এবং অনন্যা লাবণী। এছাড়া ছিল সাইমন জাকারিয়ার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'ভাবনগর ফাউন্ডেশন'-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী আজগর আলীম, আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, রহিমা খাতুন, শান্তা সরকার। \হ \হ আজকের অনুষ্ঠানসূচি : আজ মঙ্গলবার বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে মাহবুব তালুকদার এবং আলী ইমাম স্মরণে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন গাজী রহমান ও আহমাদ মাযহার। আলোচনা করবেন লুৎফর রহমান রিটন, ডক্টর নিমাই মন্ডল, আমীরুল ইসলাম এবং ওমর কায়সার। সভাপতিত্ব করবেন ফরিদুর রেজা সাগর।