ন্যাশনাল সাভিের্সর কাযর্ক্রম তদারকি করতে কমিটি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ন্যাশনাল সাভির্স কমর্সূচির কাযর্ক্রম আরও জোরদার করতে ৮ বিভাগে কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (যুব) ঢাকা বিভাগ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) খুলনা, যুগ্মসচিব (প্রশাসন) চট্টগ্রাম, যুগ্মসচিব (ক্রীড়া) রংপুর, যুগ্মসচিব (যুব) সিলেট, যুগ্মসচিব (উন্নয়ন) ময়মনসিংহ, যুগ্ম সচিব (সমন্বয়) বরিশাল ও উপসচিব (যুব) রাজশাহী বিভাগের ন্যাশনাল সাভির্স কমর্সূচি সমন্বয় করবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীণর্ যুবকদের দুই বছরের জন্য ন্যাশনাল সাভিের্স নিযুক্ত করা হয়। এ কমর্সূচির আওতায় বেকার যুবক-যুবতীরা ৩ মাস প্রশিক্ষণের পর দুই বছর মেয়াদে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে থাকেন। প্রশিক্ষণকালীন প্রতিদিন ১০০ টাকা (মাসে তিন হাজার টাকা) ও চাকরির সময় প্রতিদিন ২০০ টাকা হারে (মাসিক ছয় হাজার টাকা) ভাতা দেয়া হয়। সুবিধাভোগীদের বয়স হতে হয় ১৮ থেকে ৩৫ বছর। প্রথম ও দ্বিতীয় পবের্ ২৭টি উপজেলা, তৃতীয় ও চতুথর্ পবের্ ৩৭টি উপজেলায় ন্যাশনাল সাভির্স কমর্সূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পবের্ দেশের আরও ৬০ উপজেলায় এবং পাবর্ত্য ৩ জেলার ৪ উপজেলাসহ মোট ৬৪ উপজেলায় এ কমর্সূচি চলছে।