৯৬ টাকায় বাড়ির মালিক!

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির সাম্বুকায় কিছু বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। সেখানে একটি বাড়ি কিনতে গুণতে হবে মাত্র এক ইউরো বা ৯৬ টাকা। আর বাড়ি কিনতে পারবেন দেশি বিদেশি যেকোনো নাগরিক। মাকির্ন সংবাদমাধ্যম সিএনএন এমন তথ্যই দিয়েছে। এমন নামমাত্র মূল্যে বাড়ি বিক্রির পেছনের কারণ হলো সেখানে মানুষের বড় অভাব। শহরটিতে মানুষের বসতি খুবই কম হওয়ায় কতৃর্পক্ষ শহরটিকে জনবহুল করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আর বাড়িগুলোও নেহাৎ ছোট নয়। প্রতিটা বাড়ি ৪০ থেকে ১৫০ বগির্মটার জায়গা নিয়ে নিমির্ত। সিএনএনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর অনেকের ভাবোদয় হয়। হাজার হাজার মানুষ ইতালির এই শহরে নিজের একটা আশ্রয় তৈরি করতে উৎসুক হয়ে ওঠেন। বিজ্ঞাপন দেয়ার পর গত শুক্রবার পযর্ন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি কিনতে চেয়ে ৩৮ হাজার ই-মেইল পেয়েছে নগর কতৃর্পক্ষ।