ভিক্টোরি জুট মিলে অগ্নিকাÐের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে ভিক্টোরি জুট মিলে অগ্নিকাÐের ঘটনায় পঁাচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. হাবিবুর রহমান। তিনি জানান, ভিক্টোরি জুট মিলে অগ্নিকাÐের ঘটনা অনুসন্ধানে এ কমিটি গঠন করা হয়। কমিটি সাত দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে। কমিটির অন্য সদস্যরা হলেন-সিএমপির সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া, ফায়ার সাভিের্সর সহকারী পরিচালক জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমাসের্র সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং স্থানীয় ওয়াডর্ কাউন্সিলর নেসার উদ্দিন আহমেদ মঞ্জু। শুক্রবার বিকাল ৫টার দিকে ভিক্টোরি জুট মিলের প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্যের গুদামে আগুন লাগে। রাত নয়টার দিকে ফায়ার সাভিের্সর ৫টি ইউনিটের ১৭টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বন্ধ হয়ে যাওয়া ইস্পাহানি শিল্পগোষ্ঠীর ওই জুট মিলের বিভিন্ন কক্ষ ভাড়া দেয়া হয়, যেখানে ইউনিলিভার, আরএফএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য গুদামজাত করে রাখা হয়েছিল। গুদামে বিভিন্ন প্লাস্টিক পণ্য, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, তুলা ও পণ্য তৈরির রাসায়নিক উপকরণ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়। শনিবার সকালেও ঘটনাস্থলে ধেঁায়ার কুÐলী দেখা গেছে। ফায়ার সাভিের্সর কমীর্রা তখনো কাজ করছিলেন। ফায়ার সাভিের্সর সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নেভানোর শেষ মুহূতের্র কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিধার্রণ করা হয়নি। তদন্ত পরবতীর্ অগ্নিকাÐের কারণ জানা যাবে।