নাটোরে দিনদুপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জামিরুল ইসলাম
নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদের অদূরে এই হত্যাকাÐটি ঘটে। নিহত জামিরুল ইসলাম উপজেলার বিরোপাড়া গ্রামের কামারুজ্জামান কমরের ছেলে ও গোপালপুর পৌরসভার ৯ নং ওয়াডের্র কাউন্সিলর। পুলিশ ও এলাকাবাসি জানান, বেলা ১টার দিকে জামিরুল নিজ বাড়ি থেকে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার পথে লালপুর উপজেলা পরিষদের পাশে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে অতকির্তভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে বা কারা এ হত্যাকাÐ ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি। তার বাবা কামরুজ্জামান জানান, বেলা ১টার দিকে জামিরুল জোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণের মধ্যে খবর পান জামিরুলকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে গেছে। তিনি হাসপাতালে ছুটে এসে দেখেন তার ছেলে মারা গেছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, নিহত জামিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক, পিঠসহ সারাশরীরে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণ অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা ভারপ্রাপ্ত কমর্কতার্ নজরুল ইসলাম জুয়েল জানান, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনাশুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।