সংবাদ সংক্ষেপ

পণ্য পেঁৗছে দেবে রোবো-ডগ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পণ্য বহনকারী রোবট
মানুষ যেভাবে পণ্য বহন করে, ঠিক একই রকম কাজ করবে এক রোবট। আর সেই রোবটের নাম দেয়া হয়েছে রোবো-ডগ। জামাির্নর অটোমেটিভ ফামর্ কন্টিনেন্টাল নামে একটি কোম্পানি এমন রোবট আবিষ্কার করেছে। তারা লাস ভেগাসে এ রোবো-ডগ প্রদশর্ন করেছে। দেখানো হয়েছে কীভাবে ভ্যান থেকে সে পণ্য নামিয়ে তা সিঁড়ি বেয়ে গ্রহীতার দরজায় পৌঁছে দিচ্ছে। জানা গেছে, ৬৬ পাউন্ড ওজনের এই রোবো-ডগ ২২ পাউন্ড পযর্ন্ত পণ্যবহন করতে পারবে। ৩৬০ ডিগ্রি কোণে বা চারদিকে ঘুরতে পারা এ রোবো দরজা খুলতে, এমন কি এলিভেটরেও চড়তে পারে। তার শরীরে লাগানো আছে স্টেরিও ক্যামেরা। সেই সঙ্গে পানি বা ময়লা আবজর্নায় যাতে সে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। একবার চাজর্ দিলে দুই থেকে চার ঘণ্টা তার ব্যাটারির স্থায়িত্ব থাকবে।