র‌্যাবের তৎপরতায় দেশীয় বিপন্ন ৪৬৯ পাখি উদ্ধার

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
র‌্যাবের অভিযানে উদ্ধার করা শতাধিক পাখি রোববার সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের সামনের সড়কে অবমুক্ত করা হয় Ñযাযাদি
রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে ৪৬৯টি দেশীয় বিপন্ন পাখি উদ্ধার করেছে র‌্যাব-১। রোববার দুপুরে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখি কেনাবেচায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, দেশীয় বিপন্ন এসব পাখি বেচাকেনা বা শিকার করা দÐনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১০ জনকে এক মাস থেকে ছয় মাস পযর্ন্ত কারাদÐ দেয়া হয়েছে। সরোয়ার আলম জানান, আবদুল্লাহপুর ব্রিজের কাছে একটি জায়গা থেকে মোট ৭১টি টিয়া, ১৮৫টি মুনিয়া, ৮৫টি শালিক, ১২০টি ঘুঘু, ৬টি কানিবক ও ২টি ময়না উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাস ধরে তিনটি দলে ভাগ হয়ে এরা এসব পাখি কেনাবেচার কাজ করছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে পাখিগুলো সংগ্রহ করে এখানে বিক্রি করা হতো। সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের সামনের সড়কে গতকালই শতাধিক পাখি অবমুক্ত করা হয়।