স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে পুলিশের হাতে ধরা খেল যুবক

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ময়মনসিংহ প্রতিনিধি
সোমবার ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক মাহমুদুল হাসান Ñযাযাদি
ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্ত্রীর পরকীয়া বোরকা পড়ে ধরতে এসে জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন এক যুবক। আটককৃত মাহমুদুল হাসান (২৭) শেরপুর সদর উপজেলার হাওড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি জামালপুর আইবিএ কলেজে অফিস করণিক পদে চাকরি করেন বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল হোসেন। তিনি বলেন, সোমবার সকালে স্ত্রী জোলেখা খাতুনের (২৫) আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মাস্টাসর্ মৌখিক পরীক্ষা থাকায় একসঙ্গে ট্রেনে করে জামালপুর থেকে ময়মনসিংহে যান মাহমুদুল হাসান। পরে রিকশায় করে স্ত্রীকে কলেজ গেটে নামিয়ে দেন তিনি। আগে থেকেই স্ত্রীকে সন্দেহ হওয়ায় স্ত্রী পরীক্ষা কেন্দ্রে কী করছেন, কার সঙ্গে মোবাইলে কথা বলছেন এসব দেখার জন্য গাঙ্গিনাপাড় মাকের্ট থেকে বোরকা কিনে ছদ্মবেশে কলেজে প্রবেশ করেন মাহমুদুল হাসান। কিন্তু বোরকা পড়ে পুরুষের বাথরুমে চলে যান তিনি। বাথরুম থেকে বের হওয়ার সময় কলেজ কতৃর্পক্ষের সন্দেহ হয়। পরে কতৃর্পক্ষ তাকে আটক করে পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাকে ও তার স্ত্রীকে ডিবি কাযার্লয়ে নিয়ে যায়। পরে মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলা হয় তার স্ত্রী জুলেখা খাতুনের সঙ্গেও। তারা দু’জনেই হেফাজতে রয়েছেন। তাদের মোবাইল ফোনও ট্র্যাক করা হচ্ছে। তাদের অভিভাবকদের আসতে বলা হয়েছে, তারা এলে তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে সন্দেহ হওয়ায় বোরকা পড়ে ছদ্মবেশে স্ত্রীর পরীক্ষা কেন্দ্র কলেজে প্রবেশের কথা স্বীকার করেন মাহমুদুল হাসান। ৭ বছর প্রেমের পর ২০১৭ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহমুদুল হাসান ও জুলেখা খাতুন।