এবার ধরা পড়ল সাদা ইয়াবা

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, এতদিন লাল ও হলুদ রঙের ইয়াবা ধরা পড়লেও পুলিশের কাছে এই প্রথম সাদা ইয়াবার চালান ধরা পড়েছে

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সাদা ইয়াবা
লাল ও হলুদ রঙের ইয়াবার পর এবার মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে ‘সাদা ইয়াবা’। লাল ইয়াবার অবয়বে তৈরি এসব ইয়াবা। তবে আকারে সামান্য ছোট। প্রথমবারের মতো সাদা ইয়াবার এমন একটি চালান আটক করেছে নগর গোয়েন্দা ?পুলিশ। অভিনব পদ্ধতিতে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসার পর রোববার সন্ধ্যায় নগরের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবার চালানটি আটক করে নগর গোয়েন্দা ?পুলিশের একটি টিম। বালতির তলানিতে ইয়াবা রেখে উপরে আরও তলার আবরণ লাগিয়ে নিয়ে আসা হয়েছে এ চালান। এ সময় মো. ইদ্রিস (২২) নামে এক বহনকারীকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘এতদিন লাল ও হলুদ রঙের ইয়াবা ধরা পড়লেও পুলিশের কাছে এ প্রথম সাদা ইয়াবার চালান ধরা পড়েছে। ইদ্রিস নামে এক বহনকারী বালতির তলানিতে ইয়াবা রেখে উপরে আরও তলার আবরণ লাগিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে এসেছে আরেকজনের কাছে হস্তান্তর করার জন্য। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’ পুলিশ কমর্কতার্ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আগে লাল ও হলুদ রঙের ইয়াবা দেখেছি। সম্প্রতি পুলিশের চোখ ফঁাকি দিতে নতুন রঙের ইয়াবা তৈরি করা হচ্ছে। আমরাও নজরদারি বাড়িয়েছি।’ এদিকে সোমবার ভোরে নগরের লালদীঘি জেলা পরিষদ মাকেের্টর সামনে থেকে নারকেলের ভেতর করে নিয়ে আসা ১ হাজার ৬৬৩ পিস ইয়াবাসহ রাকিব হোসেন বাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের আরেকটি টিম। রাকিব হোসেন বাবু ল²ীপুর জেলার রায়পুর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকেন। নগর গোয়েন্দা ?পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, ‘নারকেলের ভেতর করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ১ হাজার ৬৬৩ পিস ইয়াবাসহ রাকিব হোসেন বাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।’