রোহিঙ্গাদের জন্য তঁাবু টানিয়ে দিল বিএসএফ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

স্টাফ রিপোটার্র ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়ে রাখা মিয়ানমারের ৩১ জন রোহিঙ্গা নাগরিকের জন্য সেখানে তঁাবু টানিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের কোনোভাবেই ভারতে ফিরিয়ে নিতে রাজি নয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক ঊধ্বর্তন কমর্কতার্ সোমবার সন্ধ্যা ৭টায় বলেন, ‘আমরা বার বার বলার পরও বিএসএফ ওই নাগরিকদের নিয়ে যাচ্ছে না। এখন আইন অমান্য করে তাদের জন্য তঁাবু টানিয়ে দেয়া হয়েছে। নিয়ম অনুসারে সীমান্তের ১৫০ গজের ভেতর কিছু নিমার্ণ করতে হলে অনুমতি নেয়ার কথা থাকলেও সেটা করা হয়নি। এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে।’ স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় অংশের কঁাটাতারের বেড়া পেরিয়ে চলে আসা ওই নাগরিকরা বাংলাদেশে আসার চেষ্টা করছেন। গত শুক্রবার থেকে তারা কাজিয়াতলী সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারছে না। অন্যদিকে ভারতীয় বিএসএফ তাদের কঁাটাতারের বেড়া পেরুতে দিচ্ছে না। মানবিক কারণে গত শনিবার বাংলাদেশের স্থানীয় লোকজন তাদের খাবার দিয়ে আসে। ওই নাগরিকরা বাংলা ও হিন্দি বুঝতে পারছেন না বলে কাছাকাছি যাওয়া সূত্রগুলো জানিয়েছে। ওই নাগরিকদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে। উল্লেখ্য, গত দেড় মাসের মধ্যে ভারত থেকে আসা এমন ১৩ শতাধিক রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারে আশ্রয় দেয়া হয়। গত বছরের ৬ জুন বিকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে ১৭ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদের কক্সবাজার ক্যাম্পে পাঠানো হয়। ৩০ জুন পাশ্বর্বতীর্ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে আট রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি।