সিলেটের ওসমানীনগর-ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিবার্চন হচ্ছে না

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মামলা সংক্রান্ত জটিলতায় এবার সিলেটের ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিবার্চন হচ্ছে না। এছাড়া উপজেলা পরিষদের মেয়াদ পূতির্র আরও এক বছর বাকি থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এবার নিবার্চন হবে না। নিবার্চন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্র জানা গেছে, বিভিন্ন জটিলতার কারণে এবার দেশের ১২টি উপজেলা পরিষদে নিবার্চন হচ্ছে না। এর মধ্যে সিলেট বিভাগের চারটি উপজেলা রয়েছে। সিলেট বিভাগের ৪০ উপজেলার ৩৬টিতে এবার নিবার্চন হবে। আর দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ হবে। আগামী মাচর্ থেকে ৫টি ধাপে এসব উপজেলায় নিবার্চন হবে। সিলেট বিভাগের ৪টি উপজেলায় নিবার্চন না হওয়ার কথা জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নিবার্চন কমর্কতার্ মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, দুটি উপজেলার মেয়াদপূণর্ না হওয়ায় আর দুটি উপজেলায় মামলা জটিলতার কারণে এ দফায় নিবার্চন হচ্ছে না। তবে সমস্যাগুলো সমাধান হয়ে গেলে যথাসময়ে নিবার্চন অনুষ্ঠিত হবে। জানা যায়, সারা দেশের জেলা সদর উপজেলা পরিষদে প্রথমবারের মতো ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবতর্ন আনা হচ্ছে। ফেব্রæয়ারির ৩ অথবা ৪ তারিখে তফসিল দিয়ে মাচের্ ৫ ধাপে ভোট করবে ইসি। এই নিবার্চনেও ভোট হবে দলীয় প্রতীকে।