ব্রাহ্মণবাড়িয়া-১

আ'লীগ চায় আসন ধরে রাখতে বিএনপির টার্গেট দুর্গ ভাঙা

প্রকাশ | ২৪ মার্চ ২০২৩, ০০:০০

মো. বাহারুল ইসলাম মোলস্না
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি হাওড় বেষ্টিত এলাকা। এটি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ১৯৯৬ সালের পর থেকে এই আসনটি রয়েছে আওয়ামী লীগের দখলে। এই আসন থেকে ১৯৯৬ সাল থেকে টানা ৪ বারসহ মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৭৯৫, মহিলা এক লাখ ৮ হাজার ৪৬৯ জন। একজন ভোটার তৃতীয় লিঙ্গের। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর অ্যাডভোকেট ছায়েদুল হক মারা যাওয়ার পর ২০১৮ সালের ১৩ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে এই আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজুয়ান আহমেদকে হারিয়ে বিজয়ী হন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ নেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামানকে হারিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএম ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। তবে এই আসনে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, কুমিলস্নার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ এহসান, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা একেএম আলমগীর, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুল করিম, আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে এলাকায় আলোচনা রয়েছে। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনও প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। জাতীয় পার্টি থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহানুল করিম গরিবুলস্নাহ সেলিম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল মনোনয়ন চাইবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আশরাফুল হক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হুসেইন আহমদ ও বাসদ থেকে মো. বকুল হোসেন মনোনয়ন চাইবেন বলে এলাকায় আলোচনা আছে। নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন বলেন, 'নাসিরনগর হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বেশ কয়েকজন প্রার্থী তৎপরতা শুরু করেছেন। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করব।' তার মতে, আগামী নির্বাচনেও এই আসনে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নান বলেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তবে দল যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি অন্য কোনো প্রার্থীকে মনোনয়ন দেয় আমি অবশ্যই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।' তিনি বলেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনে বিএনপি জয়ী হবে ইনশালস্নাহ।' আগামীকাল : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিস্তারিত