স্কুলে ঝাড়ু হাতে সারাদেশে শিক্ষাথীের্দর অভিনব কমর্সূচি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে অভিনব এক কমর্সূচি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কমর্সূচি। এ বিষয়ে নিদের্শনা দিয়ে গত ২৮ জানুয়ারি একটি পরিপত্র জারি করে মন্ত্রণালয় এবং এরপর সারাদেশে বৃহস্পতিবার এ কমর্সূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি সপ্তাহের শেষে স্কুল ছুটির পর এভাবে শিক্ষাথীর্রা তাদের স্কুল আঙিনা থেকে শুরু করে ক্লাসরুম, টয়লেট সবকিছু পরিষ্কার করবে এবং শিক্ষকরা তাদের সহযোগিতা করবেন। অনেক দেশেই এভাবে শিক্ষাথীের্দর দিয়ে তাদের স্কুল পরিচ্ছন্ন রাখার নজির রয়েছে। বাংলাদেশে বিভিন্ন সময় এ ধরনের কমর্সূচি পালন করা হয় বিশেষ আয়োজনকে সামনে রেখে। এবার সাপ্তাহিক এই কমর্সূচির সিদ্ধান্ত এলো। মূলত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি-ফোর অজের্নর লক্ষ্য সামনে রেখে পরিচ্ছন্নতা সংক্রান্ত এই নিদের্শনা জারি করা হয়েছে বলে পরিপত্রের শুরুতেই উল্লেখ করা হয়েছে। মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষা পরিবেশ সুন্দর রাখতে এই কমর্সূচির কথা জানানো হয়েছে পরিপত্রে। কিশোরগঞ্জের দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কমর্রত তানজিনা নাজনীন মিষ্টি বিবিসিকে বলেন, নিদের্শনা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যানার তৈরি করা হয়। এখন থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার স্কুল ছুটির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি অভিযান চালাতে হবে। প্রাথমিক শিক্ষক ও শিক্ষাথীর্রা এটা করবেন।’ তিনি জানান, অভিভাবকরা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন এবং সমথর্ন দিচ্ছেন। এর মধ্য দিয়ে শিক্ষাথীের্দর মধ্যে সচেতনতা তৈরি হবে বলে আশা করছেন শিক্ষকরা। বিবিসি