ফেনীতে ডাকাতি আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুশের্দ বলছেন, ‘দুই দল ডাকাতের গোলাগুলিতে’ মহিউদ্দিন সবুজ নামের ওই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে আরও দুজনকে পুলিশ আটক করেছে। বুধবার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগা প্রজেক্ট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বল এই পুলিশ কমর্কতার্র ভাষ্য। নিহত মহিউদ্দিন সবুজ ছাগলনাইয়া পৌরসভার বঁাশপাড়া এলাকার আবদুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে। পুলিশ বলছে, সবুজ ‘আন্তঃজেলা ডাকাত দলের’ সদস্য এবং থানার ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। আটক পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে। আর ফারুক ফেনীর দাগনভূইয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। ওসি বলেন, ‘দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ফারুক ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে সবুজের লাশ পাওয়া যায়।’ পলাশকে ফেনী জেলা সদর হাসপাতালে ভতির্ করেছে বলে জানান এ পুলিশ কমর্কতার্। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পঁাচ রাউন্ড গুলি, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।