সিদ্ধিরগঞ্জে নারীশ্রমিক নিহত হওয়ায় সড়ক অবরোধ, ভাঙচুর

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
সড়ক দুঘর্টনায় শ্রমিক নিহতের ঘটনায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা Ñযাযাদি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুঘর্টনায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এ সময় ১০-১২টি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ লাঠিপেটা করে ও কঁাদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মালা আক্তার ওরফে মিতা সকাল গ্রæপের কৃষ্ণচূড়া ফ্যাশনের মেশিন অপারেটর। প্রত্যক্ষদশীর্ ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ইকবাল গ্রæপের কৃষ্ণচূড়া ফ্যাশনের পোশাক কারখানার মেশিন অপারেটর মালা আক্তার মিতুসহ কয়েকজনকে একটি বাস চাপা দেয়। মিতুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার ভেতরে ভাঙচুর চালান। একপযাের্য় বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। তারা ঘটনার জন্য দায়ী বাসচালকের শাস্তি ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় তারা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন। এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে ব্যথর্ হয়। পরে পুলিশ কঁাদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। নিহত মালা আক্তার মিতু নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকার ফুল মিয়ার মেয়ে। আদমজীতে অবস্থিত শিল্প-৪ পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুঘর্টনায় মিতু নামের পোশাকশ্রমিক মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে কঁাদানে গ্যাসের একটি শেল ছোড়া হয়।