সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মৃত্যুতেও ছিন্ন হয়নি বন্ধন! যাযাদি ডেস্ক হাজারো ঘৃণা, হানাহানির মাঝেও প্রেম আর ভালোবাসার বন্ধনের শক্তি যে এখনো মজবুত সেই কথাই বুঝিয়ে গেলেন ৯২ বছর বয়সি ফ্র্যান্সিস আনের্স্ট প্ল্যাটেল ও তার ৯০ বছর বয়সি স্ত্রী নরমা জুন প্ল্যাটেল। ৭০ বছরের সুখী দাম্পত্য জীবন কাটানোর পর তারা কেউ আর একা থাকতে চাননি। তাই পরস্পরের হাতে হাত রেখে মৃত্যুবরণ করলেন দুজন। অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে এখন দুনিয়াজুড়ে আলোচনা চলছে। আলঝেইমার রোগে নরমা, বাধর্ক্যজনিত কারণে অসুস্থ ফ্র্যান্সিস হাসপাতালে ভতির্ হলে দুজনের বিছানা ছিল একই ঘরে পাশাপাশি। হঠাৎ নরমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন তিনি। ফ্র্যান্সিসও অস্থির হয়ে ওঠেন। তাই দেখাশোনার দায়িত্বে থাকা নাসর্ ১০ মিনিট পর পর তাদের পরীক্ষা করছিলেন। সেই নাসর্ই দশ মিনিটের ব্যবধানে পরীক্ষা করতে এসে দেখেন, পরস্পরের হাতে হাত রেখে দুজনের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ৪৫০ কোটি রুপির ‘গরু আশ্রম’ প্রকল্প যাযাদি ডেস্ক ভারতের মধ্যপ্রদেশে আগামী ছয় মাসের মধ্যে ১ হাজার ‘গরু আশ্রম’ নিমার্ণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী কমলনাথ। বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৪৫০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে। এসব আশ্রমে প্রায় ১ লাখ গরুর থাকার জায়গা হবে বলে জানানো হয়। ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশে প্রায় ৬ লাখের বেশি বেওয়ারিশ গরু রয়েছে। এসব গরুর পযার্য়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে। সরকারি অথার্য়নে নিমির্তব্য ১ হাজার আশ্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ৬১৪টি আশ্রম নিমাের্ণর কাজ চলছে। এসব আশ্রমের ধারণক্ষমতা বাড়িয়ে ৬০ হাজার করা হবে এবং প্রথম দফায় ১ লাখ ৬০ হাজার গরুর আশ্রয় হবে। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু যাযাদি ডেস্ক পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি রেলস্টেশনে বৃহস্পতিবার বিকেলে ট্রেনে কাটা পড়ে রাজন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজিরহাট গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। পাকশী বিভাগীয় ডিটিও আবদুল্লাহ আল মামুন বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন মুলাডুলি স্টেশনে পৌঁছলে ওই যাত্রী নিচে নামেন। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রেন পার হওয়ার সময় অসাবধানতাবশত ওই যাত্রী ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের মানিব্যাগে থাকা টিকিট থেকে জানা যায়, ওই যুবক ভেড়ামারা থেকে জয়দেবপুর যাচ্ছিল। মঠবাড়িয়ায় চিত্রা হরিণ উদ্ধার যাযাদি ডেস্ক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বেতমোর থেকে গ্রামের মমিন হাওলাদারের বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার সকালে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। মঠবাড়িয়া থানার ও?সি মো. শওকত আনোয়ার জানান, সকালে উপজেলার দ?ক্ষিণ বেত?মোর গ্রা?মে স্থানীয়রা হরিণটি দেখ?তে পায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হরিণটি উদ্ধার করে। পরে বন-বিভাগের কমর্কতাের্দর খবর দেয়া হয়। হরিণটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জের বগি স্টেশন কমর্কতার্র কাছে হস্তান্তর করা হয়েছে।