সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে বিএনপির চিঠি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১

যাযাদি রিপোটর্

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রæয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকমীের্দর নিঃশতর্ মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রæয়ারি দুপুর ২টায় সোহরাওয়াদীর্ উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য সোহরাওয়াদীর্ উদ্যান কতৃর্পক্ষ এবং পুলিশ প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। আগামী ৮ ফেব্রæয়ারি সোহরাওয়াদীের্ত বিএনপির জনসভার সিদ্ধান্তের কথা গত মঙ্গলবার জানিয়েছিলেন রিজভী। উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রæয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পঁাচ বছরের কারাদÐ দেন বিশেষ আদালত। ওই দিন থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় এই মামলায় উচ্চ আদালত তার সাজা আরও পঁাচ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তার সাজা হয়েছে সাত বছর।