বাংলাদেশ নৌবাহিনীর বাষির্ক ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৭

অনলাইন ডেস্ক
নৌ প্রশাসনিক কতৃর্পক্ষ ঢাকার তত্ত¡াবধানে বানৌজা শেখ মুজিবের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর ‘বাষির্ক ফুটবল প্রতিযোগিতা-২০১৮’ বুধবার ঘঁাটিস্থ ফুটবল মাঠে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে নৌ প্রশাসনিক কতৃর্পক্ষ ঢাকার কমডোর এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ঢাকা নৌ অঞ্চলের উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কমর্কতার্ এবং বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘঁাটির মোট ৯টি দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় বানৌজা শহীদ মোয়াজ্জম দল ৩-১ গোলে ঈসাখান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বানৌজা ঈসাখান দলের এম আশিক এলাহী শ্রেষ্ঠ খেলোয়াড় নিবাির্চত হন। অনুষ্ঠানে ২০১৬ এবং ২০১৭ সালে নৌবাহিনীর খেলাধুলায় সবোর্চ্চ ১৯১ পয়েন্ট অজর্নকারী বানৌজা ঈসাখান দলকে ‘ক্রীড়া দক্ষতা চ্যা¤িপয়ন শীল্ড’ এবং ১৪৩ পয়েন্ট অজর্নকারী বানৌজা তিতুমীর দলকে ‘ক্রীড়া দক্ষতা রানাসর্আপ শীল্ড’ প্রদান করা হয়। আইএসপিআর