গ্রিন ইউনিভাসিির্টতে জব ফেয়ার

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৯

অনলাইন ডেস্ক
গ্র্যাজুয়েটদের পছন্দের পেশা নিবার্চন ও কমর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ইউএস-বাংলা এয়ারলাইনসÑগ্রিন ইউনিভাসিির্ট জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই মেলা বিকেল ৫টা পযর্ন্ত চলে। এতে দেশি-বিদেশি অন্তত ২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি ছিলেন নবেল গ্রæপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. ফজলুল হক। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচাযর্ প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম আহমেদ ফারুকী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, অধ্যাপক ড. এম এম খান, ডিন অধ্যাপক ড. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। জব ফেয়ারে ২৫টি প্রতিষ্ঠান তাদের স্টলের মাধ্যমে উল্লেখযোগ্য গ্রিন ইউনিভাসিির্ট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ করেন। এছাড়াও অন্তত ৬টি প্রতিষ্ঠান স্পট ইন্টারভিউ নিয়ে প্রাথীর্ নিবার্চন করে। বিজ্ঞপ্তি