ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল

প্রকাশ | ০১ জুন ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী। আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে সব বয়সি মানুষ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ছবিটি বুধবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা -যাযাদি
চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা অনেক বেশি। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জন। তবে এ সময়ে রোগটিতে কারও মৃতু্য হয়নি। ফলে মৃতু্যর সংখ্যা এ পর্যন্ত ১৩ জনেই রয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা নতুন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৪২ জন এবং অন্যান্য বিভাগে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৮ জন এবং ঢাকার বাইরে ৬৪৪ জন। এ ছাড়া রোগটি থেকে সেরে উঠেছেন ১ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১২৬ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬০০ জন রয়েছেন।