শিশুর নামপরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতকর্ করল হাইকোটর্

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
শিশুদের গোপনীয়তার ওপর গুরুত্ব দিয়ে কোনো মামলায় শিশুর নামপরিচয় যাতে প্রকাশ না পায়, এ বিষয়ে গণমাধ্যমকে সতকর্ করে দিয়েছে হাইকোটর্। আদালত বলেছে, শিশুর ছবি, নাম, পরিচয়, প্রকাশ পায় বা শিশুকে চিহ্নিত করা যায়, এ ধরনের প্রতিবেদন যাতে ভবিষ্যতে আর ছাপা না হয়। এ বিষয়টি তদারকি করতে আইন সচিব ও তথ্য সচিবসহ বিবাদীদের নিদের্শ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোটর্ বেঞ্চ এই রায় দেন। আদালত বলে, শিশু আইনের মূল উদ্দেশ্য কোনো মামলায় বিচারের ক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষা করা, যা বিচারপূবর্, বিচার চলা এবং বিচার-পরবতীর্ পযর্ন্ত বোঝায়। এ ক্ষেত্রে তাদের মযার্দা বজায় রাখা, যাতে তারা সংশোধন ও পুনবার্সনের সুযোগ পায়। গত বছর ৫ নভেম্বর ‘বয় গেটস টেন ইয়ারস ফর কিলিং ক্লাসমেটস’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার। ওই প্রতিবেদনে এক শিশু অভিযুক্ত উল্লেখ করে তার নাম ও পরিচয় উল্লেখ করা হয়। এই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা চেয়ে সুপ্রিম কোটের্র আইনজীবী সৈয়দ সায়েদুল হক গত নভেম্বরে হাইকোটের্ একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাইকোটর্ রুল দেয়। রুলের ওপর চ‚ড়ান্ত শুনানি শেষে তা নিষ্পত্তি করে গতকাল রায় দেয় আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ। ডেইলি স্টারের পক্ষে শুনানি করেন কাজী এরশাদুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল মোখলেছুর রহমান।