খালেদার মুক্তির বিষয়ে হতাশ বিএনপি নেতারা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে হতাশ হয়ে পড়েছেন দলটির নেতারা। তারা মনে করছেন আওয়ামী লীগ সরকারের কাছে খালেদার মুক্তি চেয়ে কোনো লাভ নেই। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয়। খালেদার মুক্তির জন্য আন্দোলন জোরদার করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী দেশ বঁাচাও, মানুষ বঁাচাও’ শীষর্ক মানববন্ধনের আয়োজন করে দলটি। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপির নেতাদের বক্তব্যে এ বিষয়গুলো উঠে আসে। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারের কাছে আমি বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করি না। আমি আমাদের অনেক নেতার কাছে শুনেছি এই সরকারের আমলে নাকি আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি হবে না। তার মুক্তির জন্য দলকে আরও সুসংগঠিত হতে হবে।’ প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘শেখ হাসিনার কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কি কোনো লাভ আছে? তার কাছে মুক্তি চেয়ে কোনো লাভ হবে না, কারণ বেগম খালেদা জিয়াকে জেলে নেয়া হয়েছে এই কারণে, যাতে বিএনপি আবার ঘুরে দঁাড়াতে না পারে, নিবার্চনে জয় লাভ না করতে পারে এবং জনগণের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারে। তাই এখন আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আন্দোলন গড়ে তুলতে হলে যে যেখানে আছেন সেখান থেকেই সংগঠিত হতে হবে।’ আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।