নদার্ন ইউনিভাসিির্টতে সেমিনার

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নদার্ন ইউনিভাসিির্ট বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে মঙ্গলবার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আগামী প্রজন্ম’ শীষর্ক এক সেমিনার ও নবাগত ছাত্রছাত্রীদের সংবধর্না অনুষ্ঠিত হয়। নদার্ন ইউনিভাসিির্ট বাংলাদেশের উপাচাযর্ প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নদার্ন ইউনিভাসিির্ট বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নদার্ন ইউনিভাসিির্ট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচাযর্ প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপ-উপাচাযর্ প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ মাইনুল হোসাইন খান নিখিল ও ট্রেজারার প্রফেসর ড. মোশাররফ এম. হোসাইন । দিনব্যাপী এ অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, কমর্কতার্, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। বিজ্ঞপ্তি