গাম্বিয়ায় সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশ | ১৪ জুন ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
গাম্বিয়া সফরের ২য় দিন মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ও রণপ্রস্তুতি এবং মহড়া অনুশীলন অবলোকন করেন। এছাড়াও তিনি গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক এবং গাম্বিয়ার গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন। উলেস্নখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। গাম্বিয়া সফরের প্রথম দিন সোমবার তিনি গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ ড্রামেহ (ণধহশঁনধ অ. উৎধসসবয), প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই (ঝযবরশয ঙসধৎ ঋধুব) এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদৌ টাঙ্গারার (গধসধফড়ঁ ঞধহমধৎধ) সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। আইএসপিআর