সমরাস্ত্র প্রদশর্নীতে নৌপ্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য ‘নৌপ্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদশর্নী (এনএভিডিইএক্স)’ এবং ‘আন্তজাির্তক প্রতিরক্ষা প্রদশর্নী (আইডিইএক্স) ও সম্মেলন-২০১৯’ এ অংশ নিতে নৌবাহিনীপ্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে সহকারী নৌবাহিনীপ্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কতৃর্পক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ ছাড়া, সমরাস্ত্র প্রদশর্নীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নিমার্ণকারী প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদশর্ন করবেন। পাশাপাশি ওই প্রদশর্নীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদশর্ন করবেন। নৌপ্রধানের ওই সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদশর্নীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূণর্ সম্পকর্ জোরদার করতে গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখবে। উল্লেখ্য, ওই সফরে নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কমর্কতার্ রয়েছেন। সফর শেষে নৌপ্রধান ২২ ফেব্রæয়ারি দেশে ফিরবেন। আইএসপিআর