আনিসুলের প্রতীক পাওয়ায় তার অসমাপ্ত কাজ সমাপ্তের প্রতিশ্রæতি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
মোহাম্মদ আবদুর রহিম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনিবার্চনে পঁাচজন মেয়রপ্রাথীর্র মধ্যে একমাত্র স্বতন্ত্রপ্রাথীর্ মোহাম্মদ আবদুর রহিম তার নিবার্চনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি বলেছেন, ‘আমি যেহেতু (সাবেক মেয়র) আনিসুল হক ভাইয়ের টেবিল ঘড়ি মাকার্ নিয়েই জনতার কাছে এসেছি, তাই আমি তার অসমাপ্ত কাজ সফলতার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রæতি দিচ্ছি।’ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ১০টি বিষয় তুলে ধরেছেন আবদুর রহিম। ঢাকা উত্তর সিটির ২০১৫ সালের মেয়র নিবার্চনে আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে নিবার্চন করে জয়লাভ করেন। তার মৃত্যুতে আগামী ২৮ ফেব্রæয়ারি উত্তর সিটির উপনিবার্চনে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন স্বতন্ত্র এই প্রাথীর্। ইশতেহারে তিনি বলেন, আমার এলাকায় কোনো বস্তি উচ্ছেদ হবে না। আমি বস্তির স্থানেই বস্তিবাসীদের জন্য পরিকল্পিতভাবে স্থায়ী বহুতল ভবন নিমার্ণ করব। ভাষানটেক পুনবার্সন প্রকল্পটি এরই দৃষ্টান্ত। আমি ইতোমধ্যে যা করে দেখিয়েছি। ‘সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের পারিবারিক যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, কিংবা আইনি যে ঝামেলার কারণে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হওয়ার আগেই তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়ার উদ্যোগ নেব। কোটা আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, নিরাপদ খাদ্য আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের মতো সব আন্দোলনে আমার সমথর্ন ছিল ও থাকবে’,Ñ বলেন মোহাম্মদ আবদুর রহিম। এ ছাড়া সমাজব্যবস্থার উন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও নানাবিধ অসামাজিক কাযর্কলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, স্কুলে ভতির্বাণিজ্য, শিক্ষাবাণিজ্য বন্ধ করা, বিনামূল্যে ওষুধ বিতরণ, কমর্সংস্থান তৈরি করা, ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ প্রকল্প চালু করা এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকার প্রতিশ্রæতি দেন এই মেয়রপ্রাথীর্।