শেখ হাসিনা সত্য উদ্ঘাটনে কাউকে ভয় পান না ওবায়দুল কাদের

প্রকাশ | ২৪ জুন ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্য বলতে কখনো ভয় পান না- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি গ্যাসের কথা যেমন বলেছেন, তেমনি সেন্টমার্টিনেরও কথা বলেছেন। সেন্টমার্টিন অন্য একটা দেশ লিজ নিতে চায়। মির্জা ফখরুল আজ বলেন কৌশল! শেখ হাসিনা ক্ষমতায় থাকার কৌশল, ক্ষমতার রাজনীতি করেন না। আলস্নাহ ছাড়া কাউকে ভয় করেন না, বিবেক ছাড়া কাউকে ভয় করেন না। তিনি সত্য উদ্ঘাটন করেছেন। শুক্রবার আওয়ামী লীগের \হ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক- এমন মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, 'অনেকের ক্ষমতার দরকার নেই। শুধু শেখ হাসিনা ক্ষমতাচু্যত হোক, এটাই তাদের রাজনীতি। বাংলাদেশের একটি দল এই রাজনীতিই করছে।' বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার বিশ্বাসঘাতকতা, রক্ত ঝরাতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে। এই জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। এই বাংলাদেশবিরোধী অপশক্তিকে রুখতে হবে।' বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে ও অঙ্গীকার করতে হবে উলেস্নখ করে তিনি বলেন, 'আমরা আছি। এই মাটি আমাদের মাটি। এই মাটিতে আমাদের শিকড়। এখানেই আমাদের জন্ম। এই মাতৃভূমির মর্যাদা পিতা বঙ্গবন্ধুর পতাকা। এর মর্যাদা আমরা যে কোনো মূল্যে, রক্ত দিয়ে হলেও রক্ষা করব। সেটাই আমাদের শপথ।' বাঙালির জীবনে দুটি অর্জন, দুটি লেগাসি আছে উলেস্নখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'একটি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার জনক, আরেকটি আমাদের মুক্তির, সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। একটি লেগাসি স্বাধীনতার, আরেকটি মুক্তির। শেখ হাসিনার উত্তরাধিকারও বেঁচে থাকবে। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।'