অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় দু’জন রিমান্ডে

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনের চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেয়া অভিযুক্তরা হলেনÑ গৃহকমীর্ রিতা আক্তার ওরফে স্বপনা এবং রুনু বেগম। মামলার তদন্ত কমর্কতার্ নিউমাকের্ট থানার উপ-পরিদশর্ক আলমগীর হোসেন মজুমদার তাদের আদালতে হাজির করে হত্যার মূল রহস্য বের করতে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে তদন্ত কমর্কতার্ বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। অভিযুক্তরা তাদের নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম-ঠিকানায় রাজধানী বিভিন্ন বাসায় কাজের বুয়া হিসেবে কাজ করছে। তারা বিভিন্ন অপরাধমূলক কমর্কাÐে জড়িত। আবেদনে আরও বলা হয়, গত ১০ ফেব্রæয়ারি অভিযুক্তরা পরস্পর যোগসাজশে মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধে হত্যা করে ২০ ভরি সোনা, একটি মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। গত শুক্রবার (১৫ ফেব্রæয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত রোববার (১০ ফেব্রæয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাবের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা নিউ মাকের্ট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।