রাজধানীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর কারওয়ান বাজার ও মালিবাগ এলাকায় ট্রেনের ধাক্কা দু’জনের মৃত্যু হয়েছে। এ দু’জন হলেনÑ নয়ন কুমার সরকার (২৭) ও আবদুল বাতেন (৬৫)। শনিবার সকাল ৯টা ও বেলা ১১টার দিকে পৃথক ঘটনা দুটি ঘটে। দু’জনের মরদেহই ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মগের্ পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নয়ন একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। থাকতেন পরিবারের সঙ্গে মিরপুরের কল্যাণপুরের বাসায়। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমে ব্যথর্ হওয়ায় নয়নের মানসিক সমস্যা দেখা দেয়। তারপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। সকালে মালিবাগের কঁাচাবাজার সংলগ্ন রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। অন্যদিকে তেজগঁাওয়ে কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত আবদুল বাতেন ঢাকায় তার ছেলের কাছে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন। তিনি রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা যান বলে প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন।