বিরলতম বø্যাক প্যান্থারের দেখা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বøাক প্যান্থার
গল্প আর উপন্যাসেই দেখা মিলত। বাস্তবে গত ১১০ বছরেও তার খেঁাজ পায়নি কেউ। সবের্শষ দেখা যায় ১৯০৯ সালে আফ্রিকার দেশ ইথিওপিয়াতে। কেনিয়ার এক প্রাণী বিশেষজ্ঞ দাবি করছেন, তিনি নাকি সম্প্রতি দেশটির এক জঙ্গলে বিরল বø্যাক প্যান্থারের দেখা পেয়েছেন। কেনিয়ার সান ডিয়েগো শহরের বন্যপ্রাণী বিশেষজ্ঞ নিক পিলফোল্ড দাবি করছেন, দীঘর্ কয়েক মাসের চেষ্টার পর বø্যাক প্যান্থারটিকে ক্যামেরাবন্দি করেছে তার দল। তিনি বলেন, দেশটির লাইকিপিয়া কাউন্টিতে একটি কালো প্যান্থার দেখতে পাওয়ার খবর পান তিনি। তাই শুনে গত বছর জঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে রাখেন। সেসব ক্যামেরাতেই ধরা পড়েছে বø্যাক প্যান্থারের রাজকীয় উপস্থিতি। এই সংবাদের ছবিটি প্রাণী বিশেষজ্ঞ পিলফোল্ডের দলের সদস্য উইল বুরাডর্ লুকাচের তোলা। সূত্র : আনন্দবাজার