এক কোটি নারীর ক্ষমতায়নে কাজ করবে ‘তথ্য আপা’

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত ইনফো লেডি বা তথ্য আপা প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি নারীকে ক্ষমতায়িত করা হবে বলে জানিয়েছেন এ মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূণর্। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানীর আগারগঁাওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত ইনফো লেডি বা তথ্য আপা প্রকল্পের নবনিযুক্ত উপজেলা তথ্য সেবা কমর্কতাের্দর ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নিবার্হী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মীনা পারভীন প্রমুখ। মীনা পারভীন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের তথ্য সেবা দেয়ার লক্ষ্যে দেশের ৪৯০টি উপজেলায় এ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন তথ্য সেবা কমর্কতার্ ও দু’জন সহকারী নিয়োগ দেয়া হয়েছে। এসব কমর্কতার্ উপজেলা কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সেবা দেবেন।