ভুয়া মাল্টিপারপাস কোম্পানি ৩০ লাখ টাকা নিয়ে উধাও

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে “ভিলেজ ডে ভিলেজ পয়েন্ট” নামে এক ভুয়া মাল্টিপারপাস কোম্পানি গ্রাহকের ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। জানা যায়, পহেলা ফেব্রæয়ারি আড়াইহাজার পৌর সদরে কাওছার নামের এক ব্যক্তি শিবপুর গ্রামের চঞ্চল মিয়ার দ্বিতল বাসা ভাড়া নিয়ে অফিস করে। পরে মামুন, আতিকুর রহমান নামের আরও দুজন মিলে উপজেলার বিভিন্ন গ্রামে ঋণ দেয়ার কথা বলে প্রায় ১৫০ জন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় হিসাবে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। গত বৃহস্পতিবার কাওছার, মামুন ও সুজন সব টাকা নিয়া উধাও হয়ে যায়। শুক্রবার সকালে ঋণ নেয়ার জন্য গ্রাহকরা অফিসের সামনে ভিড় করতে থাকে কিন্তু অফিসের কাউকে না পেয়ে তাদের ফোনে বার বার  চেষ্টা  করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে অফিস স্টাফ আতিকুর রহমানকে ধরে আতাদি বাজারে নিয়া আটক করে রাখে। গ্রাহকরা বিষয়টি থানা পুলিশকে জানালে এস, আই রফিউদৌলা আতাদি বাজারে গিয়ে আতিকুর রহমানকে উদ্বার করে থানায় নিয়া আসে। আটক আতিকুর রহমান জানায়, আমার দুলা ভাইয়ের পরিচিত সুজন নামের একজন আমাকে এখানে চাকরি দেন। আমি উক্ত অফিসের পিওনের চাকরি করি। সুজন, কাওছার ও মামুন তারাই অফিসের ৩০ লাখ টাকা নিয়া পালিয়েছে। থানার ওসি আক্তার হোসেন জানান, আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।