ভুয়া সংবাদ সরাবে না ফেসবুক

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভুয়া সংবাদ ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডাডর্ লঙ্ঘন করে না; এমন কারণ দেখিয়ে নিজেদের প্ল্যাটফমর্ থেকে ভুয়া সংবাদ সরানো হবে না বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমটি এখন যুক্তরাজ্যে একটি বিজ্ঞাপনী প্রচারণা চালাচ্ছে। এই বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটির ঘোষণা হচ্ছে- ‘ভুয়া সংবাদ আমাদের বন্ধু নয়।’ কিন্তু প্রতিষ্ঠানটির দাবি, প্রকাশকদের অনেক সময় খুবই ভিন্ন দষ্টিভঙ্গি থাকে আর বানোয়াট পোস্ট সরানো ‘মুক্তবাকের মূল নীতিমালার সঙ্গে সাংঘষির্ক হবে।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ভুয়া সংবাদ হিসেবে বিবেচিত পোস্টগুলো না সরিয়ে নিউজ ফিডে এগুলো ‘নিচে নামিয়ে’ দেয়ার পদক্ষেপ নেয়া হবে। এই সোশাল নেটওয়াকর্ ব্যবহার করে রাশিয়া মাকির্ন ভোটারদের প্রভাবিত করতে চেষ্টা করেছিল- এমন অভিযোগ নিয়ে প্রমাণ উত্থাপিত হওয়ার পর থেকে ভুয়া সংবাদ ছড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে কড়া নজরদারির মধ্যে আছে ফেসবুক।