অস্তিত্ব টিকিয়ে রাখতেই নিবার্চনে অংশ নেবে বিএনপি: নাসিম

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিবার্চনের জন্য যদি দলীয় নেতাকমীের্দর প্রস্তুতি নেয়ার কথা বলে থাকে তাহলে সেটা হবে বিএনপির জন্য মঙ্গলজনক। নিবার্চন ছাড়া কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকে না। আর অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নিবার্চনে অংশ নেবে। রোববার দুপুরে সিরাজগঞ্জে পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠ পযাের্য়র কমর্কতার্-কমর্চারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বাথের্ই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নিবার্চনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রাথীের্ক নৌকা মাকার্য় ভোট দেবে। ওইসব সিটিতে বিএনপির যারা মেয়র নিবাির্চত হয়েছিলেন তারা জনগণের কোনো উন্নয়ন করতে পারেননি। শহরের মুজিব সড়কস্থ জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের কাযার্লয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন গাজী আমজাদ হোসেন মিলন এমপি, পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম। এছাড়াও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সাজর্ন কাজী শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূয্যর্, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বক্তব্য রাখেন।