নতুন পদ্ধতিতে পাবিপ্রবির ভতির্ পরীক্ষা

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আসন্ন ২০১৮-২০১৯ শিক্ষাবষের্র প্রথম বষের্র ভতির্ পরীক্ষা এমসিকিউর (নৈবর্্যক্তিক) পরিবতের্ লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিগত বছরগুলোতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) বিবিএ, পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব আকিের্টকচার ও বি ফামর্ (প্রফেশনাল) কোসের্র প্রথম বষের্র ভতির্ পরীক্ষা শুক্রবার (১৬ নভেম্বর) লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভতির্ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িঢ়ঁংঃ.ধপ.নফ /িি.িহবংি.ঢ়ঁংঃ.ধপ.নফ -তে যথাসময়ে পাওয়া যাবে।