পুনবার্সনের দাবিতে মানববন্ধন

ডিএনসিসিকে মামলার হুমকি বিহারীদের

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুমকি দিয়েছে বিহারীদের সংগঠন ‘উদুর্ স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)।’ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীতে বসবাসরত বিহারীদের পুনবার্সনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নিদের্শনা দ্রæত বাস্তবায়ন ও পুনবার্সন ছাড়া ক্যাম্প উচ্ছেদের চক্রান্তের প্রতিবাদে ইউএসপিওয়াইআরএম আয়োজিত এক মানববন্ধনে এই হুমকি দেন বক্তারা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ক্যাম্প উচ্ছেদ না করতে প্রথমে হাইকোটর্ স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আপিল করলে আপিল বিভাগও ওই আদেশ বহাল রেখেছেন। ডিএনসিসি এই আদেশের তোয়াক্কা না করে ক্যাম্প উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। উচ্ছেদের তারিখ নিধার্রণ করে ক্যাম্পের বিভিন্ন এলাকায় লাল দাগ দিয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বিহারীরা আতঙ্কে জীবনযাপন করছে। তিনি বলেন, যদি ডিএনসিসি আদালতের এই আদেশ না মেনে উচ্ছেদ করে তবে আমরাও বসে থাকব না। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব। এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুর রাশেদ খান বিরেন, মো. শাকিল, মঞ্জুর রেজা খান, মো. কামাল, মো. রাশেদ, ফাহিম হোসেন রাজু, মাকসুদ আলম, আসিফ ইকবাল প্রমুখ।