রাজধানীতে 'হাতেনাতে' ১০ ছিনতাইকারী আটক
প্রকাশ | ০৭ জুলাই ২০২৩, ০০:০০
যাযাদি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)। আটকরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি।
র্
যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতের্ যাব জানতে পারে- একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতের্ যাব-২ এর একাধিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।