পিডিবির সিবিএ কার্যালয়ে তালা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সংঘাত এড়াতে বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক সংগঠনের (সিবিএ-কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ। সোমবার দুপুরের দিকে সংগঠনের দুই পক্ষ সিবিএ কার্যালয়ের দখল নিতে চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শী পিডিবির একজন কর্মকর্তা জানান, দীর্ঘ দিন ধরেই শ্রমিক সংগঠনে অস্থিরতা বিরাজ করছে। সোমবার দুপরের দিকে সিবিএর একাংশের নেতা চন্দন কুমার চংদার এবং শহীদ ডাকুয়ার নেতৃত্বে এক দল শ্রমিক-কর্মচারী সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলে। জহির ও আলাউদ্দিন কার্যালয় ছাড়তে না চাইলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তালা লাগিয়ে দেয়। পিডিবির সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন, 'সকালে তারা অফিসে এসে দখল নিয়েছিল। কিন্তু আমরা তাদের বের করে দিতে গেলে হট্টোগোল হয়।' তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি দাবি করে তিনি স্বীকার করেন, উভয় পক্ষকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা দেয়া হয়েছে। সিবিএর অন্য অংশের নেতা চন্দন কুমার চংদার বলেন, 'দুপুরের দিকে আমরা সিবিএ অফিসে গেলে আমাদের ওপর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের অনুসারীরা হামলা করে। তখন সাধারণ শ্রমিক-কর্মচারীরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ তাদের অনুসারীদের অফিস থেকে বের করে দেয়।' জানা গেছে, পিডিবির সিবিএ নেতাদের মধ্যে বর্তমান সভাপতি জহির এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিনের চাকরির মেয়াদ শেষ হলেও তারা পদ আঁকড়ে আছেন। সাধারণ শ্রমিকদের একটি অংশ তাদের মানতে চাইছে না। এ নিয়ে উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছে। এদিকে, সোমবার সুপ্রিম কোর্ট আগের হাইকোর্টের আদেশ রহিত করে রিট আবেদনের পূর্ণাঙ্গ শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।