বার্ন ইউনিটে ভর্তি ৯ জনই ঝুঁকিতে

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুরান ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৯ জন চিকিৎসাধীন। তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ। গত বুধবার রাত ১১টা থেকেই এখানে দগ্ধ মানুষ আসতে থাকেন। জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন এ তথ্য জানিয়ে বলেন, চিকিৎসাধীন ৯ জনের কেউই ঝুঁকিমুক্ত নন। এদের মধ্যে ৪ জন বেশি ঝুঁকিপূর্ণ। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। খুব দ্রম্নত আরও দু'জনকে আইসিইউতে নেয়া হবে। সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার সঙ্গে যোগাযোগ করে রোগীদের পরিস্থিতি জানতে চেয়েছেন। আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তারা হলেন- আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্‌ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)। সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। ৯ জনের মধ্যে আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।