আমাজনে ভয়ঙ্কর পরজীবীর সন্ধান

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিষাক্ত প্রাণীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত আমাজন জঙ্গল। এবার সেই জঙ্গলে আবিষ্কৃত হয়েছে নতুন এক প্রজাতির পরজীবী বোলতা। এই প্রজাতির পরজীবীর নারী সদস্যরা তাদের লম্বা হুল দ্বারা অন্য প্রাণীদের প্যারালাইজ করে দেহে ডিম ছেড়ে আসে। এই ডিম থেকে বাচ্চা জন্মানোর সময় মমাির্ন্তক মৃত্যু ঘটে ওই প্রাণীর। বিপজ্জনক এই বোলতার নাম ‘ক্যালিস্টোগা ক্রাসিকাউডাটা’। এই বোলতাগুলো দৈঘ্যের্ ৯.৮ মিলিমিটার এবং এর বঁাকানো হুলের দৈঘর্্য দেহের প্রায় অধের্ক। সম্প্রতি এই বোলতার চিত্তাকষর্ক কিছু ছবি এবং বিস্তারিত বণর্না প্রকাশিত হয় ‘যুটাক্সা’ জানাের্ল। জানা যায়, এই বোলতাগুলো আংশিক-পরজীবী। অন্য পতঙ্গের দেহে এরা ডিম পাড়ে এবং পযার্য়ক্রমে ওই পতঙ্গকে মেরে ফেলে। অন্য পতঙ্গের দেহে ডিম পাড়ার জন্য প্রকাÐ হুল ব্যবহার করে এরা।